রাজ্য

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি মূলক পোস্ট করার অপরাধে গ্রেপ্তার ৯৬।

মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন করোনা সংক্রান্ত কোন গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ। গুজব ছড়াতে ও গুজবে বিশ্বাস না করে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন।পাশাপাশি তিনি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে অবাঞ্চিত কোন পোস্ট করা হলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সজাগ হয়ে ওঠে কলকাতা পুলিশ, ও রাজ্য পুলিশের সাইবার সেল।



সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি চালাতে শুরু করে। বিভ্রান্তিকর পোস্ট বা সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করলে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করল কলকাতা। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে রবিবার পর্যন্ত মোট ৯৬ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি কলকাতায় লকডাউন ভাঙ্গার অপরাধে তিনশো অধিক মানুষকে আটক করা হয়েছে। বিভিন্ন এলাকায় কঠোর নজরদারি শুরু করেছে পুলিশ। পুলিশি তৎপরতায় এবার অন্তত আরও বেশি বিভ্রান্তি মূলক পোস্ট করা থেকে মানুষ সচেতন হবে বলেই মনে করা হচ্ছে।


Loading

Leave a Reply