এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ফেসবুকে এরকম বেশকিছু উস্কানিমূলক পোষ্ট করার অপরাধে চন্দননগর কমিশনারেটের পুলিশ সোনারপুর থেকে গ্রেপ্তার করল এক মহিলাকে। ধৃত ওই মহিলার নাম সুতপা মাইতি।
পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক ধরে তেলিনিপাড়ায় ঘটে চলা গোষ্ঠী সংঘর্ষের পরই সোশ্যাল মিডিয়ায় নজর রাখছিল চন্দননগর কমিশনারেট। সেখানেই তাঁরা জানতে পারে গত ১৩ই মে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে ফেসবুকে এরকম পোষ্ট করেছিল সুতপা। সেই পোষ্টের সূত্র ধরেই শুক্রবার সকালে সোনারপুর থেকে সুতপাকে গ্রেপ্তার করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। আদালত থেকে তাঁকে হেফাজতে নিয়ে এবিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চালাবে পুলিশ, শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান ডিসিপি হেডকোয়ার্টার সুব্রত গাঙ্গুলি। তিনি বলেন ২০১৮ সালে সুতপার বিরুদ্ধে সোনারপুর থানায় একটি প্রতারনার মামলাও রয়েছে। ফেসবুকে নিজেকে আইনজীবি বলে পরিচয় দিয়েছে সুতপা। সেটাও সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।