জেলা

স্কুটিতে চেপে এসে বিয়ে। সচেতনতার অনন্য নজির গড়ল হাওড়ার নবদম্পতি,তারপর আর কি কি করল দম্পতি দেখুন…

শ্যামলেন্দু গোস্বামী :- দম্পতি বাইকে চেপে বিয়ে করতে এসেছে। বর তার বন্ধুর বাইকে আর কনে তার স্কুটিতে। চোখে সানগ্লাস ২ জনেই। সাথে বরের কাকা, পাত্রীর বাবা ও দু জন বন্ধু। মাত্র এই কয়েকজন। ঘটনাটি গ্রামীণ হাওড়ার গজাতে। কারণ সামাজিক দূরত্ব যে বজায় রাখতে হবে। মন্দিরে সব নিয়ম কানুন মেনেই বিয়ে হয়েছে, একেবারে শাস্ত্র মতে। আর বিয়ে হলেই যে যার বাড়িতে। কনের স্কুটিতে বরকে বসিয়ে একেবারে শ্বশুরবাড়ি। কিন্তু তারা মন্দিরে বিয়ে করল কেন? সেটার উত্তরে উঠে আসে আগামী ৩রা মে বিয়ের তারিখ ছিল তাদের। তাদের রেজিস্ট্রি অনেক আগেই হয়ে গিয়েছিল।সামাজিক মতে বিয়েটা বাকি ছিল, নেমন্ত্রন্ন প্রায় শেষ কিন্তু, বাধা হয়ে দাড়ালো লকডাউন।



তাই তারা মন্দিরে সেরে ফেলল বিয়ে।১৪ এপ্রিলের লক ডাউন পর্যন্ত তো ঠিক ছিল সব। কিন্তু যখন শোনা গেলো আগামী ৩ রা মে পর্যন্ত লক ডাউন বাড়ানো হল, তখন মন্দিরে বিয়ে করাটাকেই বেছে নিল। বিয়ের অনুষ্ঠানে যে টাকাটা খরচ হত সেই অর্থ তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন। যাতে রাজ্য কোভিড-১৯ এর জন্য আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে। এই নিয়ে নবদম্পতি বলেন, বিয়ের অনুষ্ঠানের টাকা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে মানুষের সাহায্যের জন্য দিতে চাই।

Loading

Leave a Reply