রাজ্য

স্কুলছাত্রীকে মদ খাইয়ে বেহুঁশ করে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

সপ্তম শ্রেণীর ছাত্রীকে মদ খাইয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ১২ বছর বয়সি ওই ছাত্রী নিজের প্রতি থানায় এসে এমন অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য অভিযুক্ত যুবকদের গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের নাম অমরজিৎ চৌপাল, মনোজ শর্মা, বিকাশ মল্লিক ও ঋত্বিক রাম। এদের মধ্যে অমরজিৎ ও মনোজ পর্ণশ্রীর বাসিন্দা, বাকি দুজন ইকবালপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাতের। শুক্রবার সকাল ১১টা নাগাদ আচমকাই ওই কিশোরী থানায় হাজির হয়। তাকে রীতিমতো বিধ্বস্ত লাগছিল। সেখানে গিয়ে সে জানায়, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে চারজন। তার আগেই নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ওই কিশোরীর বাবা।

তিনি বৃহস্পতিবার রাতে পুলিশকে জানান, তাঁর মেয়ে সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়ে ছিল। তারপর বাড়ি ফেরেনি। ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, সন্ধ্যায় মোমিনপুর এলাকায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে সেখান থেকে তার বন্ধু ভূকৈলাশ রোডের একটি বাড়িতে নিয়ে যায় তাকে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও তিন যুবক। অভিযোগ ওই চার যুবক তাঁকে জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে সে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। এরপরই কিশোরীর থানায় অভিযোগ দায়ের করে।

আমরা আসছি…….

Loading

Leave a Reply