ফিচার রাজ্য

স্ত্রীর প্রেমিকের যৌনাঙ্গে কামড় স্বামীর !

উত্তরপ্রদেশের কানপুরের বাবুপুরায় ঘটে গেল এক রক্তগরম করা ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে নিজের বিছানায় প্রতিবেশী যুবকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এক স্বামী। আচমকা এই দৃশ্য দেখে মাথার ঠিক রাখতে পারেননি তিনি। রাগের মাথায় ঝাঁপিয়ে পড়েন স্ত্রীর প্রেমিকের উপর এবং একেবারে কামড়ে দেন তাঁর যৌনাঙ্গে! মুহূর্তেই গোটা ঘর রক্তারক্তিতে ভরে ওঠে। ছুটে আসেন প্রতিবেশীরা, শুরু হয় উত্তেজনা ও শোরগোল।

আহত যুবককে দ্রুত থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ভর্তি করা হয় কানপুরের লালা লাজপত রায় হাসপাতালে। পুলিস সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কোনও পক্ষই এই ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

এই অবধি ঘটনাটা শুনে যদি চোখ কপালে ওঠে, তাহলে একটু থামুন—আসল রসদ তো বাকি!

বাবুপুরার সেই ভাড়াবাড়িতে কয়েক বছর ধরে সংসার করছিলেন ওই দম্পতি। সবই চলছিল শান্তভাবে, যতক্ষণ না স্ত্রী ঠিক করলেন প্রেমের পথে একটু শর্টকাটে হাঁটবেন। স্বামীবাবু কাজের কথা বলে বেরিয়ে গেলেও ‘সাসপেন্স’ বজায় রাখতে হুট করে ফিরে এলেন মধ্যরাতে। আর ফিরেই দেখলেন, নিজের বিছানায় বসন্ত এসে গেছে—তাও প্রতিবেশীর হাত ধরে!

প্রেমিক মহাশয় পালাতে গিয়েও শেষরক্ষা করতে পারেননি। স্বামীর হাতে ধরা পড়ে গিয়ে পেলেন কামড়ের ভয়াবহ উপহার! প্রেমের এমন চরম মূল্য দিতে হবে, সেটা নিশ্চয়ই তিনি ভাবেননি।

ঘটনার পর পাড়া-পড়শিদের মধ্যে গুঞ্জন—এই তো জীবন! এক মুহূর্তের উত্তাপ, আর পরিণামে হাসপাতালের বেডে ঠাঁই! (ছবি এআই জেনারেটেড)

Loading

Leave a Reply