কথাই বলে পাপ কখনো কাউকে ছাড়ে না। এ সত্য হাড়ে-হাড়ে টের পাচ্ছেন সমাজে প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। কয়েকদিন আগেই এই সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্ত্রী কে বলেন তার বিজনেস ট্রিপ আছে। স্ত্রী, স্বামীর কথা বিশ্বাস করেন। এরপরে ওই ব্যবসায়ী বান্ধবীকে নিয়ে সোজা পাড়ি দেন ইতালিতে। ইতালি থেকে ফেরার পর শরীরে নানা উপসর্গ দেখা দেয়। চিকিৎসকরা তার পরীক্ষা করার পর জানিয়ে দেয় তিনি করোনা আক্রান্ত।
চিকিৎসকদের প্রথমে তিনি বলেন বিজনেস ট্রিপে গিয়ে আক্রান্ত হয়েছে। পরে চিকিৎসকদের সন্দেহ হয়। তাকে বারবার ট্রাভেল হিস্ট্রি জানতে চাওয়া হয়। শেষে তিনি চিকিৎসকদের সমস্ত ঘটনা খুলে বলেন। তবে অনুরোধ করেন বান্ধবীকে নিয়ে ইতালি গিয়েছিলেন এ কথা যেন স্ত্রী জানতে না পারে। তাহলে তার সংসার জীবন তছনছ হয়ে যাবে। এরপর চিকিৎসকেরা তার বান্ধবীর ঠিকানা জানতে চান। কারণ তার বান্ধবীর করোনা হওয়ার প্রবল সম্ভাবনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যবসায়ী নাকি বান্ধবীর ঠিকানা দিতে রাজি হননি। ঘটনাটি বৃটেনের।