রাজ্য

স্ত্রীর উপস্থিতি নিয়ে মন্তব্যে পার্থকে বিঁধলেন রাজ্যপাল

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শনিবার একটি অনুষ্ঠানের শেষে এমনটাই দাবি করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সরকারি অনুষ্ঠানে সস্ত্রীক রাজ্যপালের উপস্থিতি নিয়ে কয়েকদিন আগেই কটাক্ষ করেছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছিলেন, রাজ্যপাল তাঁর স্ত্রীকে নিয়ে সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন। এটা যদি অসাংবিধানিক না হয় তাহলে কোনটা অসাংবিধানিক? রাজ্যপাল হিসেবে কেশরী নাথ ত্রিপাঠী, এম কে নারায়নণকে দেখেছি। কিন্তু তাঁরা কেউ এরকম কাজ করেননি।

যদিও পার্থর এই মন্তব্য নিয়ে তীব্র আপত্তি জানান রাজ্যপাল। তিনি বলেন, মাননীয় মন্ত্রী ভুল কথা বলেছেন। ওঁর মন্তব্যে বিকৃত ভাবনার পরিচয় রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, তিনি এই বিষয়টি উপলব্ধি করে নিশ্চয়ই দেখবেন। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলে তবেই তাঁর স্ত্রী যান বলে যুক্তি দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেছেন, রাজ্যের ফার্স্ট লেডি যেখানে আমন্ত্রিত থাকেন সেখানে যান। যেখানে আমন্ত্রিত থাকেন না, সেখানে যান না। অন্য কোনও মহিলা সম্পর্কে এই ধরনের মন্তব্য করা হলে আরও কড়া প্রতিক্রিয়া দিতে পারতাম। কিন্তু আমাদের সংস্কৃতি এই ধরনের মন্তব্য করার পক্ষে নয়। যদিও রাজ্যপালের বক্তব্যের পাল্টা হিসেবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও মন্তব্য এখনও মেলেনি। এমনকী তৃণমূলের তরফে নিয়ে কেউ কোনো প্রতিক্রিয়া দেননি।

Loading

Leave a Reply