দেশ

স্ত্রীর মুণ্ড কেটে থানায় এসে ভারত মাতা কি জয় স্লোগান স্বামীর

স্ত্রীকে খুন করে তার কাটা মুণ্ড হাতে নিয়ে হাঁটতে হাঁটতে থানায় পৌঁছাল স্বামী। আর সেখানে গিয়ে জাতীয় সংগীত গেয়ে ওঠে অভিযুক্ত স্বামী এবং তার সাথে চিৎকার করে ভারত মাতা কি জয় বলতে থাকে। একপ্রকার মিলিটারি কায়দায় যেন কোন দেশদ্রোহী বা চরম শত্রুকে শাস্তি দিয়েছে মনে হচ্ছিল তার স্লোগানে। জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে স্বামী এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাবাবাঙ্কির বাহাদুরপুর গ্রামে।

বাহাদুরপুর গ্রাম থেকে অভিযুক্ত স্বামী তার স্ত্রীর কাটা মুণ্ড হাতে নিয়ে পায়ে হেঁটে রওনা দেয় জাহাঙ্গীরবাদ থানায়। আর সেখানে গিয়ে তার খুনের দায় স্বীকার করে এবং কাটা মুণ্ড হাতে জাতীয় সংগীত গাইতে থাকে স্বামী। সমস্ত কিছু দেখে পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সমস্ত পুলিশ হতচকিত হয়ে পড়ে। পুলিশি জেরায় অভিযোগ স্বীকার করে সে। নিজে হাতে তার স্ত্রীর মুণ্ড কেটে ফেলেছে বলে জানায়। তবে প্রশ্ন উঠছে, কোনও সাধারণ মানুষ এরকম কিছুতেই করতে পারে না। অভিযুক্ত স্বামীর কোনও মানসিক অসুস্থতা আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে। এমন কী ঘটনা ঘটল, যার জেরে সে এই সিদ্ধান্ত নিল তার তদন্ত করছে পুলিশ। তবে সমস্ত গ্রামবসী ঘটনাটি চোখে দেখার পর কার্যত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।

Loading

Leave a Reply