কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাচলাকালীন মারা গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মন্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২।
উল্লেখ্য, গতবছরই মা’কে হারান অনুব্রত মণ্ডল। গতবছর ২৩ এপ্রিল অনুব্রতর মা পুষ্পরাণি দেবী মারা যান। ছবি মন্ডলের মৃত্যুতে শোকের ছায়া বোলপুরে। অন্যদিকে, অনুব্রত নিজেও অসুস্থ ৷ আজকের এই ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। জানা গিয়েছে, ছবি মন্ডলের শেষকৃত্য করা হবে পূর্ব বর্ধমানের উদ্ধারনপুর গঙ্গার ঘাটে। মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী ভিড় জমিয়েছেন বাড়িতে। বাদ নেই নেতা মন্ত্রীরাও। জানা গিয়েছে, পারিবারিক বিভিন্ন সমস্যায় অনুব্রত মণ্ডলকে সমাধান দিতেন ছবি মন্ডল। ছবি মন্ডলের মৃত্যুতে ভেঙে পড়েছেন অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডলও। জানা গেছে ছবি দেবী দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন। সম্প্রতি, তিনি ক্যান্সারে আক্রান্ত হন। শুক্রবার কাকভোরে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছবি। তার মৃত্যুতে শোকস্তব্ধ বীরভূম।