ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল রাজ্য সরকার। জানা গেছে, অনলাইনে তাঁদের প্রত্যেককে টাকা পাঠাতে চলেছে সরকার। স্নেহের পরশ নামে প্রকল্পে ভিন রাজ্যে আটকে পড়া প্রত্যেক বাংলার শ্রমিককে হাজার টাকা করে দেওয়া হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। প্রসঙ্গত লকডাউন এর জেরে ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার বহু শ্রমিক আটকে রয়েছেন। অনেক জায়গায় তারা ঠিকমতো খেতে পারছেন না বলেও অভিযোগ আসছে। আটকে পড়া শ্রমিকদের যাতে ন্যূনতম পরিষেবা দেওয়া হয় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে অনুরোধ করেছেন।
এবার তাদের সুবিধার্থে তাদের একাউন্টে টাকা পাঠিয়ে সাহায্যের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় আর্ত মানুষদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা করেছেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে বাইরে আটকে থাকা ওই পরিযায়ী শ্রমিকদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই রাজ্যের তরপে বাইরে আটকে পড়া শ্রমিকদের তালিকা সংগ্রহ শুরু হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রমিকদের পরিবারের লোকজন।