বিনোদন রাজ্য

স্পা সেন্টারে রমরমিয়ে চলছে মধুচক্র। জরিত টলিউডের সিরিয়ালের এক অভিনেতাও।

টালিগঞ্জ ও তারাতলা থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ এবং ডিডি। স্পা সেন্টারে তল্লাশি চালাতেই চক্ষু থ হয়ে যায় অফিসারদের। স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। শহরের স্পা সেন্টারে রমরমিয়ে দেহ ব্যাবসা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দিতেই পর্দাফাঁস হল মধুচক্র। পুলিসের জালে এক সিরিয়াল অভিনেতা সহ মোট ১৬ জন।

টালিগঞ্জ থানা এলাকায় রাসবিহারী অ্য়াভিনিউতে অবস্থিত ‘ব্লজম থাই স্পা’ সেন্টার থেকেই গ্রেফতার করা হয়েছে সৌগত নামে টলিউডের একজন সিরিয়াল অভিনেতাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রেতা হিসেবে ওই মধুচক্রে এসেছিলেন।

এছাড়াও ওই স্পা সেন্টারটির মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খদ্দের সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৮ জন তরুণীকেও উদ্ধার করেছে পুলিস। তাঁদের সবাইকেই হোমে পাঠানো হয়েছে।

Loading

Leave a Reply