Uncategorized

স্বামী অসুস্থ, গৃহবধূকে মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

গৃহবধূ সহ তার বাপের বাড়ির লোকজনকে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার শ্রীনিকেতন পল্লীতে। ৮ বছর আগে বিয়ে হয় রিঙ্কে সোল ও প্রিয়াংকা সোলের। বিয়ের কয়েক বছর পর ব্রেন টিউমার ধরা পড়ে রিঙ্কের। তারপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাঁর চিকিৎসা শুরু করেন পরিবারের লোকজন। এই সুযোগ নিয়ে গৃহবধূর উপর শ্বশুরবাড়ির লোকজন মানসিক অত্যাচার ও মারধর শুরু করেন।

রিঙ্কের নামে থাকা সমস্ত কাগজপত্র, টাকা পয়সা, যা ছিল সবই পরিবারের লোকজন নিয়ে নেন বলে অভিযোগ। গত দুমাস শারীরিক অসুস্থতার কারণে কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন প্রিয়াঙ্কা। এরপর শনিবার শ্বশুর বাড়িতে জিনিসপত্র আনতে যাওয়ার কথা ফোন করে জানান গৃহবধূ। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার বাপের বাড়িতে চড়াও হন তার ভাশুর পল্টু শোল, সন্তু শোল, ও তার স্বামী রিঙ্কে শোল। তার স্বামীকে জোর জবরদস্তি আনা হয় বলেই অভিযোগ করেন তার স্ত্রী। এরপরই গৃহবধূর বাপের বাড়িতে তার মা ও দাদাকে মারধর করেন বলে অভিযোগ।

এই ঘটনায় প্রিয়াঙ্কার বাপের বাড়ির লোকজন জানান, প্রিয়াঙ্কা বাড়িতে না থাকায় তার শ্বশুর বাড়ির লোকজন এসে মারধর শুরু করেন। এমনকি প্রিয়াঙ্কার ভাশুর প্রাণে মারারও হুমকি দেন বলে অভিযোগ করেন।এই অভিযোগের ভিত্তিতে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকজন মারধরের অভিযোগ অস্বীকার করেন। তার ভাশুর পল্টু শোল জানান ভাইয়ের শরীর খারাপ তাই নিজেদের মধ্যে ঝামেলা নিজেরাই সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা না করায় এই ঘটনা বলেই তিনি জানান।

Loading

Leave a Reply