করোনা মোকাবিলায় ঘরবাড়ি ছেড়ে মানুষের পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। একপ্রকার খাওয়া-দাওয়া বন্ধ করে মানুষের চিকিৎসা পরিষেবা দিতে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যকর্মীদের এই কাজের প্রশংসা করেন। পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের পরিবারের লোকজনের যাতে অসুবিধা না হয় সেদিকেও রাজ্য দপ্তরের বিশেষ নজর থাকবে।
পরিবারের কোনও অসুবিধার কথা সরাসরি জানাতে পারবেন স্বাস্থ্যকর্মীর পরিবারের লোকজন। এমনকি এর জন্য স্বাস্থ্যকর্মীরা পরিবারের লোকজনদের কথা মাথায় রেখে একটি হেল্পলাইন নাম্বার চালু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রথমে জেলা পুলিশ- প্রশাসনের কাছে বিষয়টি জানাতে পারবেন পরিবারের লোকজন এরপর সমস্যার সমাধান না হলে খোদ রাজ্যদপ্তর বিষয়টি খতিয়ে দেখবে বলেও স্পষ্ট জানান তিনি।