শ্যামলেন্দু গোস্বামী,আরামবাগ :- এতদিন পর্যন্ত আরামবাগের রাজনীতি মূলত সিপিআইএম, তৃণমূল,বিজেপির মধ্যে সীমাবদ্ধ ছিল। বেশ কিছুদিন ধরেই কংগ্রেস বা অন্যান্য দলের সেভাবে কোনও কর্মসূচি চোখে পড়েনি। হঠাৎ করেই পৌর নির্বাচনের আগে আরামবাগের বিভিন্ন এলাকায় চোখে পড়ছে আম আদমি পার্টির পোস্টার। বিভিন্ন এলাকায় যে পোস্টার দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছবি দিয়ে তলায় একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। সেই নাম্বারে মিসডকল দিয়ে আম আদমির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাহলে কি আরামবাগের রাজনীতিতে আম আদমি পার্টি তাদের সংগঠন তৈরি করেছে।
এ বিষয়ে আম আদমি পার্টির হুগলি জেলার পর্যবেক্ষক নাজির হোসেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিমধ্যেই হুগলি জেলায় ১০ হাজার সদস্য তাদের অতিক্রম করেছে। প্রতিটি মহকুমাতে ১০০০ করে পোস্টর দেওয়া চলছে। এই মুহূর্তে আরামবাগ মহকুমায় তাদের সদস্য সংখ্যা প্রায় দুই হাজারের বেশি। মহাকুমার প্রতিটি বিধানসভা এলাকাতে ইতিমধ্যে ইনচার্জ নিয়োগ করা হয়েছে। সামনের মাসেই রাজ্য কমিটি গঠন। এরপরই তারা পুরোপুরি রাজনীতির ময়দানে নামবে। সামনেই পৌর নির্বাচন আর এই নির্বাচনকে পাখির চোখ করছে আপ।
নাজির হোসেনের এক্ষেত্রে দাবি ইতিমধ্যেই মহকুমার আরামবাগ পৌরসভার ক্ষেত্রে তাদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ব্লুপ্রিন্ট অনেকটাই তৈরি হয়েছে। শুধু আরামবাগ নয় হুগলি জেলার প্রতিটি পুরসভার ক্ষেত্রেই তারা লড়াই দেবেন। মানুষের স্বার্থে রাজনীতি করে আম আদমি পার্টি। তাই মানুষকে নিয়ে রাজনীতি করার লক্ষ্যেই আগামী পৌর নির্বাচনে তারা প্রার্থী দিতে চলেছেন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই তারা জোরপূর্বক লড়াইয়ে মাঠে নেমে পড়বেন। নাজিরের আরও দাবি, তৃণমূল-বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েটরা ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করেছেন তাদের দলে যোগ দেওয়ার জন্য.। সমস্ত বিষয়টি দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পৌরনির্বাচনের দোরগোড়ায় আরামবাগে আম আদমি পার্টির পোস্টার নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।
- স্ত্রীর প্রেমিকের যৌনাঙ্গে কামড় স্বামীর !উত্তরপ্রদেশের কানপুরের বাবুপুরায় ঘটে গেল এক রক্তগরম করা ঘটনা। বৃহস্পতিবার… Read more: স্ত্রীর প্রেমিকের যৌনাঙ্গে কামড় স্বামীর !
- প্রেমের প্রতিশোধ : প্রেমিকাকে কাছে এলো ৩০০ ক্যাস অন ডেলিভারিনদিয়ার এই প্রেমিকের প্রেম কাহিনি যেন সরাসরি কোনো সিরিয়ালের চিত্রনাট্য!… Read more: প্রেমের প্রতিশোধ : প্রেমিকাকে কাছে এলো ৩০০ ক্যাস অন ডেলিভারি
- পাঁচ হাজার বিঘা জমির ফসল বাঁচাতে অবস্থান বিক্ষোভ চাষিদের আরামবাগ : ৫০০০ বিঘা জমির ফসল বাঁচাতে PWD এর আধিকারিকদের… Read more: পাঁচ হাজার বিঘা জমির ফসল বাঁচাতে অবস্থান বিক্ষোভ চাষিদের
- মায়ের গ্রামে এসে পৌঁছালো ট্রেনবাঁকুড়া : সারদা মায়ের গ্ৰাম জয়রামবাটিতে এসে পৌঁছালো ট্রেন। অবশেষে… Read more: মায়ের গ্রামে এসে পৌঁছালো ট্রেন
- আমবারুণীর দিনেই দীঘির জলে অন্তর্ধান হয়ে যান মা দুর্গা, তারপর থেকেই শুরু রায়দিঘীর মেলা।আরামবাগ : আমবারুণীর দিনেই দীঘির জলে অন্তর্ধান হয়ে যান মা… Read more: আমবারুণীর দিনেই দীঘির জলে অন্তর্ধান হয়ে যান মা দুর্গা, তারপর থেকেই শুরু রায়দিঘীর মেলা।