জেলা

হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান রেলস্টেশনের একাংশ, জখম বহু,আতঙ্কিত সাধারণ মানুষ

বর্ধমান স্টেশন চত্বরে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাতে স্টেশনে ঢোকার মূল প্রবেশপথের সামনের ভবনের বারান্দার একাংশ আচমকাই ধসে পড়ে। ব্যস্ত সময়ে এইভাবে ভবনের একাংশ ভেঙে পড়ায় বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বর্ধমানের দমকল দপ্তরের কর্মীরা ছুটে এসেছেন। তাঁরা ভেঙে পড়া অংশ সরানোর কাজ শুরু করেছেন। তবে কতজন চাপা পড়েছেন তা এখনও বোঝা যাচ্ছে না।

১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের ওই পথেই রয়েছে রেলেন অনুসন্ধান কেন্দ্র। ঘটনার পর ওই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফে। পাশে আরও একটি প্রবেশ পথ রয়েছে। সেটিও রেলের তরফে আপাতত বন্ধ করা হয়েছে বিপদের আশঙ্কায়। অনুসন্ধান কেন্দ্রটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

সূত্রের খবর, ঘটনার সময় স্টেশনে ঢুকছিল আপ বর্ধমান লোকাল। ট্রেন থেকে নামছিলেন যাত্রীরা। প্ল্যাটফর্মেও ছিল বহু মানুষের ভিড়। এমন সময় এই ঘটনা ঘটায় আতঙ্কে যাত্রীদের কেউ কেউ রেললাইনে নেমে পড়েন, কেউ আবার ট্রেনে উঠে পড়েন। ছোটাছুটি শুরু হয়ে যায় গোটা প্ল্যাটফর্মে। ঘটনায় রেল কর্তৃপক্ষের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন অনেকে।

ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্টেশন চত্বর। জানা গেছে, হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড কোনও শাখারই ট্রেন বর্ধমান পর্যন্ত যাচ্ছে না। মেন লাইনের ট্রেন গাঙপুর পর্যন্ত যাচ্ছে।

Loading

Leave a Reply