রাজ্য

হাসপাতাল চত্বরে আর থাকতে পারবেনা রোগীর পরিবারের লোকজন। পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে রেল না আসার আবেদন দিয়ে চিঠি মুখ্য সচিবের।

করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯৮ হয়ে গেছে। এরই মধ্যে কলকাতার পর জেলাতেও করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। দেশে গণতন্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। একপ্রকার হু হু করে বাড়ছে সংক্রামন। এত দিনের মধ্যে আজকের আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর কঠোর সিদ্ধান্ত নিল বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিবারের লোকজন আপাতত আর হাসপাতাল চত্বরে থাকতে পারবেন না। বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সাথে দেখা করার সময়সীমা আলাদা আলাদা ভাবে নির্ধারণ করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের মুখ্য সচিব আজ রেল দপ্তরকে একটি চিঠি পাঠিয়েছেন বলেও জানা যাচ্ছে। সেখানে আবেদন করা হয়েছে 31 শে মার্চ পর্যন্ত যেন অন্যান্য রাজ্য থেকে রেল পশ্চিমবঙ্গে না ঢোকে। উল্লেখ্য করোনা সংক্রমণের ক্ষেত্রে স্টেজ ৩ তে কমিউনিটির মধ্যে সংক্রমণ ছড়িয়ে পরা ভয়ঙ্কর প্রবণতা থাকে। এই প্রবণতা আটকাতে রাজ্য একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলেই সূত্র থেকে জানা যাচ্ছে।

Loading

Leave a Reply