বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৭ই মার্চ ঢাকায় ওই অনুষ্ঠানে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে যেতে ইচ্ছুক বলে বিশেষ সূত্রে জানা গেছে। তিনি নিজেই জানিয়েছেন, এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছি। বিদেশ মন্ত্রকের কাছে তা পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন পেলে যাওয়ার কথা ভাবছি। উল্লেখ্য, শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে। এর আগে ২০১৫ সালে কলকাতা ঢাকা-আগরতলা বাস পরিবহণের সূচনা করতে গিয়েছিলেন মমতা। অনুষ্ঠানে শেখ হাসিনা ছাড়াও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।
মমতাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন হাসিনা। তবে শুধু মমতা বন্দোপাধ্যায় নয় ১৭ ই মার্চের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। গান্ধী পরিবারের সঙ্গে শেখ মুজিবরের পরিবারের সম্পর্ক খুব ভালো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি শেখ মুজিবুর রহমানকে অনেক রকম সাহায্য করেছিলেন। বাংলাদেশ আওয়ামী লিগের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো। এদিকে অন্য দেশে যেতে হলে বিদেশ মন্ত্রকের অনুমোদন লাগে। অনুমোদন পেলে আগামী মার্চের মাঝামাঝি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে যেতে পারেন বলে রাজনৈতিক মহল সূত্রে খবর।