সংশোধিত নাগরিকত্ব আইন এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল তামিলনাড়ুর একটি পঞ্চায়েতের বাসিন্দাদের। দেশজুড়ে এই আইন প্রণয়নের প্রতিবাদে বিভিন্ন রকম ভাবে অনেকেই প্রতিবাদে সামিল হচ্ছেন ঠিকই। কিন্তু এবার এই প্রতিবাদের মাধ্যমে অন্যরকম অভিনবত্ব প্রকাশ পেল। হিন্দু নামের পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলেন এক মুসলিম যুবক। সিএএর বিরুদ্ধে এ যেন তামিলনাড়ুর ছোটো গ্রাম সেরিয়ালুর ইনামের নিজস্ব প্রতিবাদ। ওই গ্রামে ভোটার সংখ্যা ১৩৬০। যাদের মধ্যে মুসলিম ৬০ জন। এক কথায় বলতে গেলে এটি হিন্দু অধ্যুষিত গ্রাম। সেখানে ৫৫৪ জনের ভোট পেয়ে পঞ্চায়েতের সভাপতি হয়েছেন মোহাম্মদ জিয়াভুদ্দিন। যদিও ওই পদের জন্য লড়াইয়ে ছিলেন মোট পাঁচজন। জিয়াউদ্দিনের থেকে ১৭টি ভোট কম পেয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শঙ্কর। গ্রামবাসীরা জানান, তামিলনাড়ুর অন্য অনেক পঞ্চায়েতের মতো সেরিয়ালুর ইনামে সভাপতির পদটি নিলামে ওঠে। যার দর উঠেছিল ১০ লক্ষ টাকা পর্যন্ত।
গ্রামের বাসিন্দা বলেন, অন্য কেউ পঞ্চায়েতের প্রধান হলে স্থানীয় মানুষের উপকার হতো না। তাছাড়া এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষকে বিভাজন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নজির স্থাপন করতে আমরা সকলকে এক হয়ে সিদ্ধান্ত নিয়ে মুসলিম প্রধান নির্বাচিত করেছি। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নজিরও। এর মাধ্যমে আমরা নীরবে নাগরিকত্ব আইন এর প্রতিবাদ জানিয়েছি।