দেশ

হিন্দু মহাসভার নেতাকে খুন করেছে যোগী সরকার, অভিযোগ সপার

হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্ট রঞ্জিত বচ্চনকে মাথায় গুলি করে খুন করার অভিযোগ উঠল যোগী আদিত্যনাথ সরকারের দিকে। রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রঞ্জিত বচ্চন। লখনৌ এর হজরতগঞ্জ সিডিআরআই বিল্ডিংএর কাছে তাঁকে গুলি করা হয়। বাইকে করে আসা দুষ্কৃতীরা রঞ্জিতের মাথা লক্ষ্য করে ট্রিগার চাপে। আর তাতেই মৃত্যু হয় হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্ট রঞ্জিত বচ্চনের। ওখানে তাঁর ভাইয়ের উপরেও হামলা চালানো হয়। তাঁর ভাইকে অসুস্থ অবস্থায় ট্রমা কেয়ার এ ভর্তি করা হয়েছে। রঞ্জিতের আসল বাড়ি গোরক্ষপুরে। তিনি সমাজবাদী পার্টির সদস্য ছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সাথেও তাদের সু সম্পর্ক ছিল। আর সেই কারণেই হয়তো হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্টকে হত্যা করা হল। সমাজবাদী পার্টির তরফে অভিযোগ আনা হয়েছে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে।

বেশ কিছুদিন আগে জামিয়ার কাছে এক যুবকগুলি চালায়। আর সেই নিয়ে হিন্দুমহাসভার মুখপাত্র অশোক পাণ্ডে বলেন, ওই ছেলেটি ঠিক কাজ করেছিল। ওকে নিয়ে আমরা গর্বিত। দেশদ্রোহীদের শাস্তি দেওয়া প্রয়োজন। ওই ব্যক্তি আসলে দেশভক্ত। তবে ঠিক কী কারণে হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্টকে হত্যা করা হল তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও যোগী আদিত্যনাথের সরকার তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

আমরা আসছি…….

Loading

Leave a Reply