করোনা ভাইরাসের প্রতিষেধক দেওয়ার নামে হীরাপুরের বার্নপুরে হোমিওপ্যাথি শিবির ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। শুক্রবার শিবিরের খবর পেয়ে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে প্রতিষেধক নিতে ভিড় জমান। যদিও স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়াই এই শিবির করায় পুলিশ এসে নয় শিবির বন্ধের নির্দেশ দেয়। জানা গেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই সংস্থার দাবি, শিবিরে কোনও করোনা ভাইরাসের প্রতিষেধক দেওয়া হয়নি। শিবির থেকে মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর ওষুধ দেওয়া হচ্ছিল। পুলিশ নিষেধ করায় তা বন্ধ করা হয়। জানা গিয়েছে, বার্নপুরের ৮ নম্বর কলোনিতে তিনজন হোমিওপ্যাথিক ডাক্তার মিলে একটি শিবিরের আয়োজন করেন। সেখানে চাউর হয়ে যায় যে ওই শিবির থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক ওষুধ মিলছে। মুহূর্তের মধ্যে তা স্থানীয় এলাকার মানুষের কাছে ছড়িয়ে পড়ে।
এরপরই দলে দলে বাসিন্দারা শিবিরে প্রতিষেধক ওষুধ নিতে ভিড় করেন। যদিও খবর পেয়ে পুলিস এলাকায় যায়। তারা আয়োজকদের এই শিবিরের জন্য স্বাস্থ্য দপ্তরের অনুমতিপত্র দেখাতে বলে। যদিও কোনও অনুমতি না থাকায় শিবির বন্ধ করে দেয় পুলিস। যদিও এ ব্যাপারে সিএমওএইচ বলেন, এরকম কোনও শিবিরের অনুমতি দেওয়া যায় কিনা আমার জানা নেই।