বিজেপির প্রতিষ্ঠা দিবসে বিজেপি নেত্রীর বাড়ীতে বোমা, ঘটনা হুগলীর শ্রীরামপুর এর ২৮ নম্বর ওয়ার্ড এর তারাপুকুর এলাকায়। সোমবার বেলার দিকে গুটি কয়েক লোকজন নিয়ে এলাকার বিজেপি নেত্রী নিতু নন্দীর বাড়ীতে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছিল বলে দাবী। সেই সময় ই কেউ বা কারা ছাদ কল্ষ করে একটি বোমা ছুঁড়ে পালায়। ভয়ে ছুটোছুটি লেগে যায়।
খবর পেয়ে আসে শ্রীরামপুর থানার পুলিশ। নিতু নন্দীর অভিযোগ লকডাউনে এলাকার গরীব লোকজন দের খাদ্যের ব্যবস্থা করছিলেন তারা। তাতেই স্থানীয় কাউন্সিলর সুব্রত ঘোষ তাদের হুমকি দিচ্ছিলেন। বোমা ছোঁড়ার ঘটনাও তারই মদতে। এদিকে ২৮ নম্বর ওয়ার্ড এর তৃনমূল কাউন্সিলর এর দাবী বিজেপি নেত্রীর আসল পরিচয় টা এলাকার সাধারন মানুষ জানেন। তিনি এলকার কুখ্যাত সমাজ বিরোধী র স্ত্রী। ফলে বোমা তাদের বাড়ীতেই ছিল। তৃণমূল কর্মীদের এত সময় নেই তাদের বাড়ীতে বোমা ছুঁড়তে যাবে।