জেলা

হুগলির খানাকুলে কাকার গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ভাইপো।

পারিবারিক বিবাদের জেরে খানাকুলের মাড়োখানা পঞ্চায়েতের হানুয়া গ্রামে কাকার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। মারাত্মক জখম অবস্থায় কাকাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। দগ্ধ ওই ব্যক্তির নাম অসিত মন্ডল। হাসপাতাল সূত্রে জানা গেছে ওই ব্যক্তির শরীরের বেশ কিছুটা অংশ দগ্ধ হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে অসিত মন্ডলের সাথে তার ভাইপো সুরজিৎ মন্ডলের জায়গা নিয়ে বিবাদ চলছিল। সোমবার সকালে তা চরমে পৌঁছায় একটি ঢালাই করাকে কেন্দ্র করে। অভিযোগ, সুরজিৎ ও তার কাকা অসিত মন্ডলের সাথে বিবাদ চলাকালীন হঠাতই সুরজিৎ বাড়ি থেকে পেট্রোল নিয়ে এসে তার কাকাকে লক্ষ্য করে ছুঁড়ে দেয়। পাশাপাশি তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। প্রাণে বাঁচতে কোনওক্রমে বাড়ি লাগোয়া একটি পুকুরে ঝাঁপ দেন অসিতবাবু। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল সেখানে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অসিতবাবু আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার খবর জানার পরে এলাকায় পৌঁছায় খানাকুল থানার পুলিশবাহিনী। ঘটনার সাথে জড়িত কীর্তিমান ভাইপো সুরজিৎ মন্ডলকে গ্রেফতার করেছে খানাকুল থানার পুলিশ।

Loading

Leave a Reply