ফের জয় শ্রীরাম ধ্বনি নিয়ে উত্তপ্ত খানাকুল। তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বন্দ্বে উত্তপ্ত এলাকা। ঘটনাকে উত্তপ্ত রয়েছে খানাকুল থানা এলাকা। সূত্র থেকে জানা গেছে, রবিবার বিকালে খানাকুল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে NRC ও CAA বিরোধি একটি মিছিল ছিল। মিছিলটি খানাকুলের বলপাই থেকে পলাশপাই পর্যন্ত করা হয়। বিজেপির অভিযোগ, এদিন মিছিল চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকরা তাদের দলীয় পোস্টার,ব্যানার,পতাকা রাস্তায় খুলে ফেলে দেয়। পাশাপাশি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই অন্যমাত্রা নেই এলাকার রাজনৈতিক পরিস্থিতি।
তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন এদিন বিকাল থেকেই এলাকায় তাদের কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছিল মিছিলে না যোগ দেওয়ার জন্য। নিজেরাই পতাকা ছিড়ে তাদের নামে কুৎসা রটাতে অযথাই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করছে। পাশাপাশি তাদের দলের বেশ কয়েকজন নেতৃত্বকে বাড়ি থেকে তুলে এনে বেধড়ক মারধরের পাশাপাশি তাদের জোর করে জয় শ্রীরাম বলানো করিয়েছে। শুধু তাই নয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি দেওয়া ফ্লেক্স জোর করে ছেঁড়া করিয়েছে। এমনকি তাদের সেই ফ্লেক্সে আগুন লাগানোর জন্য ফতোয়া জারি করে। একপ্রকার প্রাণ সংশয় দেখা দেয় তাদের। পরে সমস্ত বিষয়টির ভিডিও ভাইরাল হয়। মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে খানাকুল থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।