ভয়ঙ্কর দ্রুততায় বাড়ছে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন।এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সর্বাধিক আমেরিকায়। দ্বিতীয় স্থানেস্পেন তৃতীয় স্থানে ইতালি এবং চতুর্থ স্থানে নেমে এসেছে চীন। ট্রাম্পের দেশে বর্তমানে দিশেহারা অবস্থা। সেখানে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি। মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভয়ংকর অন্ধকারের মেঘ আমেরিকার আকাশজুড়ে। জানা গেছে ইতিমধ্যেই মৃতদেহ সৎকার ও সংরক্ষণের জন্য এক লক্ষ বিশেষ ব্যাগ তৈরি রাখছে আমেরিকা।
আর এখান থেকে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা অনুমান করা যায়। সেদেশের বিশেষজ্ঞরা বলছেন আমেরিকায় মৃতের সংখ্যা আড়াই লক্ষ ছাড়াতে পারে। যে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে তারা যদি আটকানো না যায় তাহলে তছনছ হয়ে যেতে পারে এই দেশ। ইতিমধ্যেই এই কদিনে প্রায় এক কোটি দরখাস্ত পড়েছে বেকার ভাতার জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছেন। সবমিলিয়ে ভয়ঙ্কর আর্থিক মন্দার মুখে বিশ্বের অর্থনৈতিক সবথেকে বড় ক্ষেত্রটি।