বিশ্ব

হ্যারি-মেগানের সিদ্ধান্ত দুঃখজনক, ট্রাম্পের মন্তব্যে অস্বস্তি

ব্রিটেনের যুবরাজ হ্যারি ও তার স্ত্রী সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন তারা রাজপরিবারের সমস্ত সুযোগ-সুবিধা ছেড়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন। খুব একটা গভীর ভাবে সমালোচনা করলেও তাদের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর ভিতরে ঢুকতে চাই না। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা করি। তাই মনে হচ্ছে এমন হওয়া উচিত ছিল না। এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক। যদিও ট্রাম্পের এই মন্তব্য অস্বস্তি বাড়াবে রাজপরিবারের। তবে ভারসাম্য রাখতে নবতিপর রানির প্রশংসা করেছেন ট্রাম্প।

তিনি বলেছেন, উনি অসামান্য মহিলা। আপনি যদি ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন জীবনে কোনওদিন কোন ভুল করেনি। তবে এই ফাটলের জন্য সরাসরি কারও নাম করেননি মার্কিন প্রেসিডেন্ট। যদিও এ ব্যাপারে আগ্রাসী ব্রিটেনের সংবাদপত্রগুলি। রাজ পরিবারে এই ফাটলের জন্য তারা কাঠগড়ায় তুলেছেন মেগানকে। এমনকী হ্যারিরও সমালোচনা করেছেন। তাঁকে নিয়ে লেখা হয়েছে, যেদিন থেকে মেগানের প্রেমে পড়েছেন হ্যারি। সেদিন থেকে সুপারম্যান থেকে জোকার হয়ে গেছেন তিনি। আরও একটি সংবাদপত্রে শিরোনাম করা হয়েছে কানাডা পালালেন মেগান ।এই সিদ্ধান্তের পর তাঁদের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। কিন্তু আলোচনা ঠিক পথেই এগোচ্ছে বলে খবর ।

Loading

Leave a Reply