দেশ

১০০ শতাংশ করোনার কিট আবিষ্কার করে হইচই ফেলে দিল ভারতের এই সংস্থা।

এবার ভারতে তৈরি হচ্ছে কোভিড ১৯ এর টেস্ট কিট। এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই কিট তৈরি করল। জানা গেছে এবার আরো কম খরচে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। দিল্লির আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি করেছে করোনার টেস্ট কিট। ইতিমধ্যেই এই টেস্ট কিট অনুমোদন দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিলর মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর এর গবেষকরা। আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে তাদের গবেষনাগারে ১০০ শতাংশ কার্যকরী হয়েছে এই কিট ব্যবহার। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে দিল্লির আইআইটি কর্তব্যরত এই গবেষকদের সম্বর্ধনা দেওয়া হবে আজ।




এই কিট তৈরীর জন্য তিন প্রধান গবেষক হলেন প্রশান্ত প্রধান, আশুতোষ পান্ডে ও প্রবীণ ত্রিপাঠি। এই তিনজনের মূল তত্ত্বাবধানেই তৈরি হয়েছে করোনা কিট। এছাড়াও যে সমস্ত গবেষকরা এই বিশেষ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তারা হলেন পারুল গুপ্ত, বিশ্বজিৎ কুণ্ডু, অখিলেশ মিশ্র, সুনম ধাবিজা, বিবেকানন্দ পেরুমল, মনোজ বিমেনন, জেমস্ গোমস। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে এই করোনা কিট তৈরি করার জন্য এই সমস্ত গবেষকদের বিশেষ সম্মাননা দেওয়া হবে আজ। বিশেষজ্ঞদের মতে এই কিট তৈরি হওয়ার ফলে অনেক কম খরচে করোনা টেস্ট করতে পারবে ভারত।



Loading

Leave a Reply