প্রবীণ ও বয়স্কদের ক্ষেত্রে করোনা নাকি খুবই বিপজ্জনক। সেই সঙ্গে এবার পাল্টে দিলেন কর্নাটকের কোপ্পাল তালুকের কাতারকি গ্রামের বাসিন্দা কমলাম্মা। করোনাকে হারিয়ে ১০৫ বছর বয়সেও সুস্থ হয়ে উঠলেন তিনি। তার এই করোনা জয়, অন্যান্য আক্রান্তদের মনে সাহস জোগাবে বলেই মনে করছেন চিকিৎসকরা। তবে তিনি তাঁর নাতির তত্ত্বাবধানে সুস্থ হয়ে উঠেছেন। তাঁর নাতি পেশায় চিকিৎসক। অবশেষে তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ওই বৃদ্ধার চিকিৎসক নাতি জানিয়েছেন, বয়সের কথা মাথায় রেখে চিকিৎসা কঠিন ছিল। তবে অতিরিক্ত কোনও ওষুধ দেওয়া হয়নি। করোনা নিয়ে যারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের কাছে ঠাকুমা একজন দৃষ্টান্ত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষ অতিক্রম করে গেলেও নতুন নতুন কিছু ঘটনা সকলকে মনে সাহস জোগাচ্ছে। তার মধ্যে অন্যতম কর্ণাটকের এই ১০৫ বছরের বৃদ্ধার সুস্থ হয়ে ওঠা।
করোনাকে জয় করে যে সেরে ওঠা সম্ভব, তার দৃষ্টান্ত এই বৃদ্ধাই। জানা গেছে গত সপ্তাহে সামান্য জ্বর হয়েছিল কমলাম্মার। তারপরেই করোনা পরীক্ষা করা হয়। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে অন্যান্য কোনও উপসর্গ দেখা যায়নি। আইসোলেশনে রেখেই তার চিকিৎসা করা হয়।