জেলা

১০ টাকার বিনিময়ে মিলছে আমিষ পেট ভাত।

বাঁকুড়াঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির সময়কালেও মাত্র দশ টাকার বিনিময়ে মিলছে পেটপুরে এক বেলা আমিষ খাবার! কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সৌজন্যে বাম গণ সংগঠনগুলি ও বিষ্ণুপুরে তাদের ‘পোড়ামাটির হেঁশেল’। বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায়, দরিদ্র, সাধারণ, খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে তাদের এই উদ্যোগ বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। সোমবার বিষ্ণুপুরে ‘পোড়ামাটির হেঁশেলে’র উদ্বোধন করেন ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন ঘোষ প্রমুখ।

জেলা সিপিআইএম সূত্রে খবর, এর আগে ১৫ আগষ্ট সোনামুখীতে বাম গণ সংগঠনগুলির উদ্যোগে ‘লাল মাটির রান্নাঘর’, ১০ সেপ্টেম্বর বাঁকুড়া শহরে ‘বাঁকুড়ার রান্নাঘর’ শুরু হয়েছে। যেখানে মাত্র ১৫ টাকার বিনিময়ে এক বেলা আমিষ খাবার মিলছে। তবে প্রতিবন্ধী সহ বেশ কয়েকজন সম্পূর্ণ বিনামূল্যে এই সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আগামী ২১ সেপ্টেম্বর জেলায় এই ধরণের চতুর্থ কমিউনিটি কিচেন শুরু হবে। উদ্বোধন করবেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

এদিন বিষ্ণুপুরে ‘পোড়ামাটির হেঁশেলে’র উদ্বোধনের পর ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের খাদ্যের সংকট বেড়েছে। প্রতিদিনকার সংসার খরচ চালানোর মতো সঞ্চয় একটা বড় অংশের মানুষের হাতে নেই। অবর্ণনীয় অবস্থার মধ্যে তারা রয়েছেন। এই অবস্থায় সেই সব মানুষদের কথা ভেবে এই উদ্যোগ। আগামীদিনে জেলায় এই ধরণের আরও কয়েকটি কমিউনিটি কিচেন শুরু করবেন বলে তারা জানান।

Sponsor Ad

Loading

Leave a Reply