এর আগে কালনার দুটি সেন্টারের দায়িত্ব নিয়েছিলেন। এবার নিজের বিধানসভা কেন্দ্র পূর্বস্থলী দক্ষিণের সমস্ত কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের খাবারের দায়িত্ব নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। খাবার রান্না ও বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েতগুলিকে। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত বিষয়টি তদারকি করতে বলা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানদের। পরিযায়ী শ্রমিকরা যাতে খাবার নিয়ে কোনওরকম চিন্তা না করেন, তার জন্য এবার নিজেই এই উদ্যোগ নিয়েছেন মন্ত্রী। এছাড়া দলীয় কর্মীদেরও এবিষয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। খাবারের মান যাতে ভালো হয় তার জন্য পঞ্চায়েত প্রধানদের দেখতে বলা হয়েছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন পঞ্চায়েতের পাশে উৎসবের মেজাজে রান্নার আয়োজন শুরু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সকালের টিফিনের পাশাপাশি দুপুরে পৌঁছে যাচ্ছে ফয়েলের প্যাকেট ভর্তি রান্না করা খাবার।
স্বপনবাবু বলেন, আমার বিধানসভা কেন্দ্রে সমস্ত কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকরা যাতে খাবার পেতে অসুবিধায় না পড়েন, তার জন্য আমি নিজের উদ্যোগে খাবার পাঠাচ্ছি। পঞ্চায়েত প্রধান ও দলীয় কর্মীরা খাবার দেওয়ার তদারকি করবেন। এই পরিষেবা যতদিন পারব, চালিয়ে যাব।
জানা গিয়েছে, প্রতিটি পঞ্চায়েত ধরে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন মন্ত্রী। তার মধ্যে আছে, চাল, ডাল, পেঁয়াজ, আলু, সোয়াবিন, পোস্ত, সর্ষের তেল, নুন, চিনি, গুঁড়ো দুধ, বিস্কুট, মশলা, ডিম, ফয়েলের প্যাকেট প্রভৃতি। পূর্বস্থলী-১ ব্লকে সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৯৮টি ও কালনা-১ ব্লকের ৯টি পঞ্চায়েতে ২৭টি কোয়ারেন্টাইন সেন্টার আছে। এর মধ্যে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জাহান্নগর ও দোগাছিয়া পঞ্চায়েতকেও যুক্ত করা হয়েছে।