দেশ

১২ দফা দাবীতে দেশ ব্যাপী ডাকা ৮ জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে সারা রাজ্যের সাথে বিলোনিয়া তেও মিছিল করল সিপিআই(এম)

ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট।দক্ষিণ ত্রিপুরা:-১২ দফা দাবীতে দেশ ব্যাপী ডাকা ৮ জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে সারা রাজ্যের সাথে বিলোনিয়া তেও মিছিল করল সিপিআই(এম)। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বাসুদেব মজুমদার ও মহকুমা সম্পাদক তাপস দত্ত,বিজয় তিলক সহ অন্যান্যরা। মিছিলটি বিলোনিয়া পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের ১নং টিলা হয়ে পুরান মোটর স্ট্যান্ড এ আসে, এবং সেখানে পথসভায় মিলিত হয়।সভায় বন্ধের সমর্থনে ভাষণ দেন বিজয়ী তিলক,তাপস দত্ত ও বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা।আজকের এই মিছিলে ব্যাপক হারে অংশগ্রহণ করেছেন সিপিআই(এম) সর্মথকরা।

অন্যদিকে এই ধর্মঘটকে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে রাজধানীতে মিছিল সংগঠিত করলো বামপন্থী যুব সংগঠন ভারতের যুব ফেডারেশন ও উপজাতি যুব সংগঠন ত্রিপুরা রাজ্য কমিটি। মিছিলটি এইদিন রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব।

Loading

Leave a Reply