দেশ

১৩৫০ কিমি রিকসা চালিয়ে বাড়ি

জমানো পুঁজি শেষ। তাই নিজেকে এবং পরিবারকে বাঁচাতে এই লকডাউনের মাঝেই ১৩৫০ কিলোমিটার রাস্তা রিকশা চালালেন মালদার বাসিন্দা গোবিন্দ মণ্ডল। প্রমাণ করলেন ইচ্ছে থাকলেই উপায় হয়। বর্তমানে রয়েছেন ঝাড়খণ্ডের দেওঘরে।

জানা গিয়েছে, দিল্লিতে মোটর মেকানিকের কাজ করতেন মালদার বাসিন্দা গোবিন্দ। কিন্তু লকডাউনের জেরে ১৬ হাজার টাকা দিয়েই গোবিন্দকে কাজ থেকে ছাঁটাই করে দেন তাঁর মালিক। এরপর দিল্লিতে থাকলেও টাকা ধীরে ধীরে কমতে থাকে। শেষপর্যন্ত যখন ৫০০০ হাজার টাকা পড়ে ছিল, তখনই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন গোবিন্দ। আর তাই ৪৮০০ টাকা দিয়ে পুরনো রিকশা কেনেন। তারপর স্ত্রী আর ছেলেকে নিয়ে রওনা দেন। প্রায় ১৩৫০ কিলোমিটার রিকশা চালিয়ে দেওঘরে পৌঁছান। তবে সেখানে পৌঁছেই রিকশাটি খারাপ হয়ে যায়। শেষপর্যন্ত ওখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ।

Loading

Leave a Reply