দিন দিন পেট্রোলের দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে এক লিটার পেট্রোল কিনতে গেলে রীতিমতো হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তাই পেট্রলের দাম বাড়ায় গাড়ি চড়ার স্বপ্ন অনেকেই ভুলতে বসেছেন। কারণ কোনও গাড়িতে ১ লিটার পেট্রোলে বড় জোর কুড়ি কিলোমিটার যাওয়া যায়। অনেক গাড়িতে আবার সেই দূরত্ব অতিক্রম করা যায় না। তাই গাড়ি চেপে কোনও দূরবর্তী স্থানে যেতে গেলে মানুষকে এখন বেশ খানিকটা চিন্তা করতে হচ্ছে। কিন্তু এমন কোনও গাড়ি যদি থাকে যাতে এক লিটার পেট্রল দিলে ১২৯ কিমি পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে তাহলে কেমন হয়! শুনলে এটা অলীক কল্পনা মনে হবে সকলের।
কিন্তু সেই কল্পনাকে বাস্তবে রূপ দিলেন ভেলোরের ইনস্টিটিউট অব টেকনোলজির একদল ছাত্র। এমনই এক অভিনব গাড়ি তৈরি করে দক্ষিণ ভারতের একটি নামি প্রদর্শনীতে তা দেখিয়েছেন ওই ছাত্ররা সাধারণতঃ ভারতে একটি গাড়িতে খুব বেশি হলে কুড়ি কিলোমিটার যাওয়া যায় ১ লিটার পেট্রলে। কিন্তু ওই ছাত্ররা সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। তাদের তৈরি গাড়িতে এক লিটার পেট্রল ঢালার পর রাস্তা যেন ফুরোচ্ছে না। তাই ভবিষ্যতের জন্য ওই গাড়ি খরচ সাশ্রয়ের অন্যতম দিশা দেখাবে বলে ওই ছাত্রদের মত। ১ লিটার পেট্রলে ১২৯ কিমি যাত্রা ভাবতে অবাক লাগলেও তা সত্যি করে দেখিয়েছে ওই ছাত্ররা। যা রীতিমতো সকলের প্রশংসা কুড়িয়েছে। এমনকী পরিবেশ দূষণ যাতে না হয় গাড়িটি সেই রকম ভাবেই তৈরি করা হয়েছে। অনেকেই এটাকে ভবিষ্যতের গাড়ি বলতে শুরু করেছেন।