দুই বছর পর লা লিগা শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবার ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে উৎসবে মেতে ওঠে জিদনের দল। প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়ালের এটি ৩৪তম শিরোপা। এর আগে ২০১৬-১৭ মৌসুমে শেষবার লিগের মুকুট পড়েছিল তারা। বৃহস্পতিবার রাতে ভিলারিয়েলের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল জিনেদিন জিদানের ছেলেরা। তাদের-কে ২-১ গোলে হারিয়ে খেতাব দখল করলো সার্জিও র্যামোস-রা। জোড়া গোল করলেন করিম বেনজেমা। এক ম্যাচ বাকি থাকতেই খেতাব নিশ্চিত করলো গ্যালাকটিকোরা। শেষ বার যখন লা-লিগা জিতেছিল রিয়াল, তখন তাদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মোট ২৯ টি লিগের ম্যাচে নেমে ২৫ টি গোল করেছিলেন সি আর সেভেন। এই মরশুমে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। মোট ৩৬ টি ম্যাচ খেলে ২১ টি গোল করেছেন তিনি। এখনও একটি ম্যাচ খেলা বাকি রিয়ালের। সেই ম্যাচে তার সামনে সুযোগ থাকবে এখনও অবধি লিগের সর্বোচ্চ গোলদাতা লিও মেসি-কে টপকে যাওয়ার।
ম্যাচের ২৯ মিনিটে লুকা মডরিচের বাড়ানো বল ধরে দারুণ এক গোল করে দলকে প্রথম লিড এনে দেন বেনজেমা। করেন মৌসুমের ২০তম গোল। এরপর মৌসুমে তার ২১তম গোল রিয়ালকে এনে দেয় শিরোপা। ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু রামোস পেনাল্টি শটটি বেনজেমাকে পাস দেন। শট নিয়ে বেনেজমা গোল করলেও রেফারি তা বাতিল করে দেন। পরে পেনাল্টি শটটি বেনজেমা নিয়ে গোল করেন। পরে ম্যাচের ৮৩ মিনিটে ইবোরা গোল করে হারের ব্যবধান কমান। শেষটায় ভিয়ারিয়াল সমতা করার জোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। যোগ করা সময়ে অবশ্য ভিনিসিয়াস জুনিয়রের করা গোলটি বাতিল না হলে জয়টা আরও বড় হতো রিয়ালের।