বিধানসভা নির্বাচন করোনা পরিস্থিতিতে কবে হবে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। তারপরেও প্রতিটি রাজনৈতিক দল 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক কর্মসূচি গ্রহণ করছে। 2021 বিধানসভা নির্বাচনে ক্ষমতা পুনর্দখল করতে ইতিমধ্যেই শাসকদল প্রশান্ত কিশোর কে ভোট কৌশল হিসাবে নিয়োগ করেছেন। 21 সালের নির্বাচনে শাসক দলের কে কে প্রার্থী হবেন তা খুব সম্ভবত দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন। তার পরেও প্রার্থীর নাম ঘোষনা করলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল মানে নতুন কিছু। বিভিন্ন মুখরোচক বক্তব্য রেখে তিনি বারবারই সংবাদের শিরোনামে এসেছেন। বীরভূম জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার দায়িত্বে আছেন তৃণমূলের এই নেতা।
বেশ কিছুদিন ধরেই তিনি কেতুগ্রামে বুধ ভিত্তিক সভার আয়োজন করছিলেন। মাঝখানে দলীয়করণে কিছুদিন সেই সভা বন্ধ থাকলেও আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট কেতুগ্রামে বুথ ভিত্তিক সভার আয়োজন করেছেন। এই রকমই একটি সভায় গিয়ে তিনি কেতুগ্রামে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হবে তা জানিয়ে দিলেন।এ প্রসঙ্গে তিনি জানালেন, ” বর্তমানে বিধায়ক থাকা শেখ শাহনওয়াজই পরবর্তী প্রার্থী হবেন।”কেতুগ্রামের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেই তিনি ক্ষান্ত হলেন না। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কেতুগ্রামে তৃণমূল প্রার্থী শেখ শাহনওয়াজকে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করাতেই হবে। কিভাবে তাঁকে নির্বাচনে জয়লাভ করানো সম্ভব হবে, তাও বাতলে দিলেন তিনি।