করোনার প্রতিষেধক তৈরি হতে প্রায় দেড় থেকে দুবছর লাগবে। অবশেষে করোনা ভাইরাসকে পৃথক করতে পারা গেল বলে বৃহস্পতিবার জানাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। তারা জানিয়েছে, এখন পর্যন্ত এরকম ১১টা ভাইরাস পৃথক করা হয়েছে। যার প্রতিষেধক তৈরি হতে প্রায় দেড় থেকে দুবছর লাগবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল স্পষ্ট বলেন, গ্রীষ্মকালে এই রোগের প্রকোপ কমে যাবে। কিন্তু এটা মনে করা হলেও নির্দিষ্ট তথ্য না থাকায় তা জোর দিয়ে বলা সম্ভব নয়।
এদিন সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে যুগ্মসচিব বলেছেন, ‘সৌভাগ্যবশত ভারতে কোনও জমায়েত থেকে রোগ ছড়ায়নি। আমাদের মাত্র কয়েকটা এই কেস হয়েছে, যাঁরা বাইরে থেকে এসেছিলেন এবং তাঁদের থেকেই তাঁদের আত্মীয়দের মধ্যে ছড়িয়েছে।’ রোগ এড়াতে তাঁর পরামর্শ, সব সময় মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই। যদি আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা যায়, তাহলেই সংক্রমণ এড়ানো যাবে। সবমিলিয়ে এই ধরনের তথ্য বাইরে আসতেই আতঙ্কিত সাধারণ মানুষ।