জেলা

৩৬ ঘণ্টা অতিক্রান্ত, হদিশ মিলল না হুগলির কোন্নগরের নিট পরীক্ষার্থীর। চিন্তা বাড়াচ্ছে ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ

সন্ধ্যাবেলায় নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে নিখোঁজ হুগলির কোন্নগরের মেধাবী ছাত্র। ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ওই ছাত্রের অবশ্য হদিশ মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগরের চটকল এলাকায়। নিখোঁজ ওই ছাত্রের নাম অভিক মণ্ডল । সে চটকল এলাকার বিদিশা অ্যাপার্টমেন্টের বাসিন্দা। ছেলেকে ফিরে পেতে অসহায় বাবা সুভাষ মণ্ডল উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিক অত্যন্ত মেধাবী ছাত্র বলেই পরিচিত। গত বছরে উচ্চমাধ্যমিকে ৯৪ শতাংশ নম্বর পেয়েছে। তারপর সে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে মাইক্রোবায়োলজি নিয়ে ভরতি হয়। তবে তার লক্ষ্য ডাক্তারি পড়া। তাই রবিবার নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। মঙ্গলবার দুপুরে বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসার পর বাবা, মা সকলকে চা করে খাওয়ায় অভিক। এরপর রাত আটটা নাগাদ মা, বাবাকে সে জানায় যে নিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট বের করতে যাচ্ছে। মা ঝর্ণা মণ্ডল ছেলের সঙ্গে যেতে চান। কিন্তু অভিক জানায় যে ১৫ মিনিটের মধ্যে সে ফিরে আসবে, তাই তার দরকার নেই। পরে সাইকেল নিয়ে বেরিয়ে যায় অভিক। কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় সবাই খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় সাইবার ক্যাফেতে গিয়ে বাবা জিজ্ঞাসাও করেন, ছেলে এসেছিল কিনা। ক্যাফে মালিক তাকে জানান অভিক সাড়ে আটটা নাগাদ প্রিন্ট আউট নিয়ে চলে গেছে। এই খোঁজাখুঁজির মাঝেই অভিকের সাইকেলটি একটি জায়গায় পড়ে থাকতে দেখা যায়। বাবা সুভাষ মণ্ডল জানিয়েছেন, ছেলে ফোন নিয়ে বেরয়নি। তাই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি কোনওভাবেই। এরপর ফোন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে তিনি উদ্ধার করেন যে ছেলে ফোনের সমস্ত হোয়াটস অ্যাপ (WhatsApp) মেসেজ মুছে দিয়েছে। এর আগেও উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেও সমস্ত হোয়াটস অ্যাপ মেসেজ ডিলিট করে দিয়েছিল অভিক।

অভিকের হোয়াটসঅ্যাপের সমস্ত বার্তা মুছে দেওয়ার মধ্যেই তার নিখোঁজ রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। যেখানে সাইকেল পড়েছিল সেই জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বারংবার দেখার পরও ফুটেজে দেখা যায়নি সাইকেলটি কখন রাখা হয়েছে, বা কে রেখেছে। আর এই জায়গা থেকেই রহস্য দানা বেঁধেছে।
অভিকের মা ঝর্ণা মন্ডল জানান, গত মঙ্গলবার নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি।অভিকের বাবা কোলকাতা পুলিশে কর্মরত। আগামী রবিবার কোলকাতা মিন্টো পার্কে নিট পরীক্ষা দেওয়ার কথা অভিকের কিন্তু তার হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্যদানা বেঁধেছে।

পরিবারের অনান্য সদস্যদের দাবি, অভিক পড়াশোনায় ভালো ছিল। এলাকার বেশ কয়েকজন এটা সহ্য করতে পারত না। সেই আক্রোশ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে মত অনেকের।

Loading

Leave a Reply