আগস্টে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর। তিন থেকে চার জন অস্ত্রধারী জঙ্গি কাশ্মীরের নাগরোটা এলাকার টোলপ্লাজায় হামলা চালায়। এক পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা যাচ্ছে। জঙ্গিরা ট্রাক থেকে গুলি করতে থাকে প্লাজার উপর। নিরাপত্তাবাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সিআরপিএফের মুখপাত্র শিবনন্দন জানিয়েছেন, আজ ভোর পাঁচটা নাগাদ তিন-চার জন জঙ্গি প্লাজায় হামলা চালাতে থাকে। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় একজন জঙ্গি।
সিআরপিএফের মুখপাত্র আরও জানিয়েছেন এলাকায় বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে। টোলপ্লাজায় মজুত আছে সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যুগ্মবাহিনী। তিনি আরও জানিয়েছেন, এলাকায় বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে। জাতীয় সড়কে যানচলাচল বন্ধ করা হয়েছে।ওই এলাকায় স্কুল কলেজগুলি বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ই আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরে এই প্রথম গুলি চলল। নাগরোটা এলাকায় ভারতীয় সেনার ক্যান্টনমেন্ট রয়েছে। যেখানে ২০১৬ সালে নভেম্বর মাসে পুলিশের পোশাকে জঙ্গি হামলায়তে ২ অফিসার সহ ৭ সেনার মৃত্যু হয়েছিল। এই দ্বিতীয়বারের জন্য জঙ্গি হামলা হল বলে জানালেন সিআরপিএফের মুখপাত্র।