দেশ

৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওইদিন পর্যন্ত সকলকে লকডাউন মেনে চলতে হবে। দেশবাসীর কাছে আবেদন, কোনওভাবেই করোনা ভাইরাসকে আমারা ছড়াতে দেব না। এটা আমাদের সংকল্প নিতে হবে। জাতির উদ্দেশে ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



তিনি বলেন, পৃথীবীর বড় বড় দেশে যেভাবে করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে। সেই তুলনায় ভারতের পরিস্থিতি সন্তোষজনক। ওইসব দেশে ভারতের তুলনায় ২৫-৩০ গুণ বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই কাজে এসেছে। দেশে একজন আক্রান্ত হওয়ার আগেই করোনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় রাজ্যগুলিরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে একটা কথাই উঠে এসেছে ।

Loading

Leave a Reply