আগামী পাঁচ বছরের মধ্যে ক্ষেপণাস্ত্র বিরোধী এস ৪০০ প্রযুক্তি হাতে পেতে চলেছে ভারত। রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রহমান বাবু স্কিন এমনটাই জানিয়েছেন। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাসেভরকে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান। রোমান জানান এই দূরপাল্লার ভূমি থেকে আকাশ মিসাইল সিস্টেমের উৎপাদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ২০২৫ এর মধ্যে এস ৪০০ ছাড়াও আরও কিছু ক্ষেপনাস্ত্র হাতে পাবে ভারত। এছাড়াও সেনার জন্য কম ওজনের কামোভ হেলিকপ্টার তৈরির ব্যাপারে খুব শীঘ্রই সবকিছু চূড়ান্ত হবে বলে জানান রোমান। টাকা মেটানোর ব্যাপারে রোমান বলেন, কিস্তির মাধ্যমে টাকা দেবে ভারত এস ৪০০র জন্য ৫০০ কোটি মার্কিন ডলার দিতে হবে ভারতকে। তার মধ্যে প্রথম কিস্তিতে ৮০ কোটি মার্কিন ডলার দিয়েছে ভারত। এছাড়া যৌথভাবে ভারতে কালাশনিকভ রাইফেল তৈরি করছে রাশিয়া। চলতি বছরে ভারতীয় কালাশনিকভ তুলে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন রোমান বাবুস্কিন।
এস ৪০০ শত্রু দেশের যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এটি প্রায় ৪০০ কিলোমিটারের মধ্যে কোন লক্ষ্য বস্তুর মধ্যে আঘাত হানতে সক্ষম। ভারতীয় সেনায় এই প্রযুক্তি যুক্ত হলে ডিফেন্স আরও শক্তিশালী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই ভারতের প্রতিরক্ষা আরও বাড়ানোর জন্য আমেরিকার চোখ-রাঙানিতে ভ্রুক্ষেপ না করেই রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারত। অপরদিকে চিতা ও উচিত হেলিকপ্টারের আয়ু ফুরিয়ে এসেছে। তাই বিকল্প হিসাবে ২২০টি কামোওকা ২২৬টি হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। এ ব্যাপারে ২০১৬ সালের অক্টোবর মাসে দুই দেশের চুক্তি করেছে। ঠিক হয় ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হেল্প এবং রাশিয়ার দুটি সংস্থা যৌথভাবে কামোভ তৈরি করবে। এব্যাপারে বাবু স্কিন দুটি সংস্থা যৌথভাবে তৈরি করবে বলে জানিয়েছেন। বাবু স্কিন আরও বলেন, ৬০ টি রাশিয়া এবং বাকি ১৪০ টি ভারতই তৈরি করবে। অন্যদিকে বাবু স্কিন এবং ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কাশ্মীর ইস্যু সম্পর্কে বলেন, এটি ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়।
এ বিষয়ে রাশিয়া কোনওরকম নাক গলাবে না। যদিও চীন রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের কাশ্মীর নিয়ে সরব হয়েছিল। কিন্তু তাতে বিশেষ কেউ আমল দেয়নি। এ বিষয়ে রাশিয়ার বক্তব্য তাৎপর্যপূর্ণ। অপরদিকে সামনের মাসে লখনৌতে বসতে চলেছে ডিফেন্স এক্সপো। সেখানে রাশিয়ার বাণিজ্যিক মন্ত্রীর নেতৃত্বে ৫০ জনের একটি প্রতিনিধি দল হাজির হবেন। তাই দু’দেশের মধ্যে আরও কিছু চুক্তির আশা করা যাচ্ছে। (Image Source:Google)
জামাকাপড় বা বিছনার চাদর থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস। এমনই সতর্কবার্তা দিল কেন্দ্র। এনিয়ে তারা সচেতনামূলক প্রচারও শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ থেকে দূরে থাকতে বিছিন্ন গাইডলাইনও দিয়েছে সরকার। তবে, কাগজ, টাকা ও কার্ডকোড়ের মতো সামগ্রী থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই বলে আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু জামাকাপড় বা বিছানার চাদর থেকে এই মারণ ভাইরাস […]
মোদি সরকারের ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার নীতিতে আদৌ যে খুশি নয় বাংলাদেশ সরকার তা তারা আগেই জানিয়ে দিয়েছে। এমনকী তাদের আপত্তির কথা বেশ কয়েকবার প্রকাশও করেছে হাসিনা সরকার। সেই অসন্তোষের আগুনে বাড়তি ইন্ধন যোগাচ্ছে ভারতীয় ভিসা সংক্রান্ত বিধি। যেখানে উল্লিখিত নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় এদেশে থাকার জন্য একজন মুসলিম বাংলাদেশী নাগরিককে সে দেশেরই একজন হিন্দু […]
মিশনারি স্কুলে পড়া ছেলেমেয়েদের দেশের সংস্কৃতির পাঠ দেওয়া হচ্ছেনা সেই কারণেই নাকি তারা পরে বিদেশে গিয়ে গোমাংস খাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তির উপায় বাতলে দিলেন মোদি সরকারের মন্ত্রী গিরিরাজ সিং। আইআইটি তে পড়ার সঙ্গে গো মাংস খাওয়ার এই অদ্ভুত সম্পর্ক খুঁজে বের করে সবাইকে চমকে দিলেন কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী। তবে এই সমস্যা থেকে মুক্তির পথ […]