অরূপ ঘোষ, ঝাড়গ্রাম:-দেশজুড়ে লোকডাউন চলছে প্রায় একমাসের উপরে।এমত অবস্থায় বহু মানুষ কর্মহীন হয়ে বাড়িতে রয়েছে।সরকারের পক্ষ থেকে চাল পাচ্ছেন সবাই।কিন্তু নিত্য প্রয়োজনীয় অন্যান্য খাদ্য সামগ্রী কিনতে অসুবিধে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর। এই রকম পরিস্থিতিতে অনেক আগে থেকে পথে নেমে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কদমকানন ইউনাইটেড ক্লাবের সদস্যরা।আজকে শুভ অখ্যয়ত্রিত্রিয়ার পূর্ণ লগ্নে,ঝাড়গ্রাম পৌরসভার এক নং ওয়ার্ড কদমকাননের শিরিশশ্চক এলাকায় কদমকানন ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আজ প্রায় ৪০(আসি)জন শবর পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এছাড়াও পাড়াতে কেউ বা কারোর বাড়িতে কোনো সদস্যের শরীর খারাপ হয়েছে কিনা,খাদ্য সামগ্রী পর্যাপ্ত মজুত রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেয় তারা।।ক্লাবের একটি হেল্প লাইন নং আগে থেকেই চালু রাখা হয়েছে সারা বছর চালু থাকে সেই নং।যেকোনো সমস্যায় এলাকাবাসী সেই নং রে ফোন করে তাদের সমস্যার কথা জানায়।এইবার কোনো রূপ সমস্যা হলে ক্লাবের ফোন নং এর সাথে সাথে স্থানীয় প্রশাসনের হেল্প লাইন নং টিও সবাই কে দেয় তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম কদম কানন ইউনাইটেড ক্লাবের সম্পাদক প্রান্তিক মৈত্র কোষাধক্ষ্য দেবজ্যোতি ব্যানার্জি ক্লাবের অন্যতম সদস্য জোজো সাহা সৌভিক ঘোষরা। এই কর্মসূচি নিয়ে ঝাড়গ্রাম কদমকানন ইউনাইটেড ক্লাবের সম্পাদক প্রান্তিক মৈত্র বলেন “লকডাউন হওয়ার কিছুদিন পর থেকেই আমরা প্রত্যেকটি মানুষের খোঁজ খবর নিচ্ছিলাম,এবং খাদ্য সামগ্রী যোগান দিচ্ছিলাম। আজ ফের কিছু সব্জী তাদের হাতে তুলে দিয়েছি আমরা। আগামী দিনেও মানুষের পাশে এভাবেই থাকবো”।