জেলা

৮ দিনের লড়াই শেষ, পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম ঋষবের মৃত্যু

জীবন যুদ্ধে হেরে গেল ছোট্ট ঋষভ। শনিবার ভোর পাঁচটা নাগাদ এস.এস.কে.এম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে সে। উল্লেখ্য, চলতি মাসের ১৪তারিখ পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম হয় ঋষভ সহ বেশকয়েকজন। প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।

সেখানে অবস্থার অবনতি হলে ঋষভ ও দিব্যাংশুকে গ্রীন করিডর করে কোলকাতার পিজিতে নিয়ে যাওয়া হয়। টানা আটদিন ভেন্টিলেশনে থাকার পর দিব্যাংশু চিকিৎসায় সারা দিলেও ঋষভ মৃত্যুর কোলে ঢোলে পরে। শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে আজ ভোর পাঁচটায় মৃত্যু হয় ঋষভের।

Loading

Leave a Reply