আরামবাগ রাজ্য

আগামীকাল এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা

আগামীকাল এসএসসির একাদশ-দ্বাদশের পরীক্ষা, রাজ্যজুড়ে বসবেন ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী, আরামবাগে পাঁচ কেন্দ্রে ৪০০৯ জন

রাজ্য জুড়ে ফের গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামীকাল রবিবার, ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। গত ৭ সেপ্টেম্বর নবম-দশমের পরীক্ষা নেওয়ার পর ফের এবার বসতে চলেছেন উচ্চ মাধ্যমিক স্তরের প্রার্থী। জানা গিয়েছে, রাজ্যজুড়ে মোট ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন এই পরীক্ষায়। তাঁদের মধ্যে রয়েছেন ভিনরাজ্যেরও বহু পরীক্ষার্থী।

শুধু আরামবাগ মহকুমার পাঁচটি কেন্দ্রে বসবেন মোট ৪০০৯ পরীক্ষার্থী। শনিবার স্কুল ছুটি হওয়ার পর থেকেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আরামবাগ হাইস্কুল-সহ প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী আসন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তা ও সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় বিশেষ নজরদারি রাখা হয়েছে।

কী নির্দেশ দিয়েছে SSC?

পরীক্ষার্থীদের জন্য কমিশনের তরফে দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা—

প্রত্যেক পরীক্ষার্থীকে স্বচ্ছ পেন (যেখানে ভেতরের রিফিল দেখা যাবে) নিয়ে আসতে হবে। কারও কাছে যদি এই পেন না থাকে, তাহলে পরীক্ষাকেন্দ্রে এসএসসি-র পক্ষ থেকে রাখা থাকবে।

একাধিক কেন্দ্রে ক্লোক রুমের ব্যবস্থা নেই, তাই পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে যেন তাঁরা কোনও মূল্যবান সামগ্রী নিয়ে না আসেন।

দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড থাকা বাধ্যতামূলক। যদি অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট হয়, তাহলে পরীক্ষার্থীদের সরকারি পরিচয়পত্র ও তার প্রতিলিপি সঙ্গে রাখতে হবে।

পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া

এই পরীক্ষার মাধ্যমে একাদশ-দ্বাদশ শ্রেণিতে মোট ১২,৫১৪টি শূন্যপদ পূরণ হবে। পরীক্ষা নেওয়া হবে রাজ্যজুড়ে মোট ৪৭৮টি কেন্দ্রে। উল্লেখযোগ্যভাবে, দুর্নীতির অভিযোগে পূর্ববর্তী পুরো প্যানেল বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন।

গতকাল, ১২ সেপ্টেম্বর এসএসসি মামলায় আদালত জানতে চেয়েছে, যাঁরা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাঁদের কাছ থেকে টাকা ফেরত কবে নেওয়া হবে। এর আগেই আদালত স্পষ্ট জানিয়েছিল, নতুন পরীক্ষায় কোনও দাগি যাতে অংশ নিতে না পারেন, তার ওপর কড়া নজর রাখা হবে।

আগামীকালের পরীক্ষার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়ে বলেন—

“কালকে দ্বিতীয় দফার পরীক্ষা রয়েছে। মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন, আমরা সেই মতো এসএসসি-কে জানিয়েছি। আমি সব পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই, প্রশাসনের তরফে সর্বোচ্চস্তরে ব্যবস্থা নেওয়া আছে। শান্তভাবে পরীক্ষা দিন। আমাদের দিক থেকে মুখ্যমন্ত্রী ও এসএসসি নির্ভুল প্রস্তুতি নিয়েছে। আশা রাখছি কাল পরীক্ষা নির্বিঘ্নে হবে।”

Loading

Leave a Reply