বিনোদন

আবারও রোমাঞ্চকর জঙ্গল অভিযানের সিনেমা!

আগামী নভেম্বরেই শুরু হতে চলেছে ‘জুমানজি ৩’-এর শুটিং। সম্প্রতি, এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নিজেই এই ঘোষণা সারলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ন অভিনেতা ডোয়েন।

শুধু তাই নয়, সঙ্গে এও জানালেন—কীভাবে বড় বাজেটের ব্লকবাস্টার আর চ্যালেঞ্জিং রূপান্তরমূলক চরিত্রে অভিনয়—এই দুই দিকের ভারসাম্য রাখার চেষ্টা করছেন ” জুমানজি- ৩ ছবিতে। ডোয়েন জানান“যে ধরনের ছবিগুলো আগে বানিয়েছি, সেগুলো আমি ভীষণ ভালোবাসি। আবারও সেই পথে ফিরব।” অর্থাৎ, স্পষ্ট যে ‘জুমানজি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এবার পর্দায় ফের হুল্লোড়ে মেজাদ নিয়ে ফিরতে চলেছে।জানা গেছে, ২০১৭-র ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আর ২০১৯-র ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ বক্স অফিসে করেছিল দারুণ ঝড়। অ্যাডভেঞ্চার ভরা গল্প আর ডোয়েন জনসন-কেভিন হার্টের অনবদ্য কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছিল। ফলে নতুন ছবিতেও এই জুটি ফেরার সম্ভাবনা প্রবল।শুধু অ্যাকশন নয়, অভিনয়েও নতুন মোড় ‘দ্য রক’-এর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডোয়েন আরও জানিয়েছেন, ‘জুমানজি ৩’ হবে তাঁর পরবর্তী বড় স্টুডিও প্রজেক্ট। পাশাপাশি, তিনি নিজের অভিনয়-জীবনে নতুন কিছু চেষ্টা করতে চাইছেন। সেই সূত্রেই আসছে ‘লিজার্ড মিউজিক’—যেটি পরিচালনা করবেন বেনি সাফদি।সবমিলিয়ে এই ছবি ঘিরে ইতিমধ্যেই বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে আলোড়ন ফেলেছে

Loading

Leave a Reply