আরামবাগ

আরামবাগেও মিনি কুমোরটুলি

শুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’। আরামবাগ ব্লকের সালেপুর ২ পঞ্চায়েতের বড়ডোঙ্গল গ্রামের রামপাড়ায় প্রায় একশটি পরিবার প্রতিমা তৈরি করেই জীবিকা নির্বাহ করেন। কালীপূজার আর মাত্র একটা দিন বাকি, আর সেই প্রস্তুতিতে এখন চরম ব্যস্ততা তুঙ্গে।

৮ থেকে ৮০ সবাই কোনো না কোনোভাবে প্রতিমা তৈরিতে যুক্ত। কেউ মায়ের সঙ্গে মাটি মাখছে, কেউ আবার দাদু-জেঠুর সঙ্গে পড়াশোনার ফাঁকে তুলির টান দিচ্ছে। বাড়ির গৃহবধূরাও সমান তালে হাত লাগিয়েছেন প্রতিমা গড়ায়। সকাল-সন্ধ্যা চলছে কাজের ধুম—নাওয়া-খাওয়া ভুলে এখন সবার একটাই লক্ষ্য, মায়ের প্রতিমাকে সম্পূর্ণ করে তোলা। তবে ব্যস্ততার মাঝেও রয়েছে দুঃশ্চিন্তা। শিল্পীদের মুখে হাসি থাকলেও মাটির দাম আকাশছোঁয়া, অথচ ঠাকুর বিক্রি হচ্ছে আগের চেয়ে কম দামে। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন এই শিল্পীরা।

 

 

সালেপুর ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, মাটির যোগান ও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। না হলে এই একশো পরিবার সত্যিই বিপদের মুখে পড়বে।

 

আরামবাগের বড়ডোঙ্গল আজ শুধু একটি গ্রাম নয়, মাটির গন্ধে, পরিশ্রমে ও শিল্পে ভরপুর এক ‘ছোট্ট কুমোরটুলি’।

Loading

Leave a Reply