আরামবাগ

আরামবাগের পুজো মানেই নতুন চমক

আরামবাগ শহরের দুর্গোৎসব মানেই নতুন চমক, নতুন ভাবনা। তারই অন্যতম নজরকাড়া পুজো দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দিরের দুর্গাপুজো। প্রতিবছরের মতো এবছরও তারা এক অনন্য থিম নিয়ে হাজির হচ্ছে। এ বছরের ভাবনা— “ইচ্ছেডানা”।

এই থিমে বন্দি পাখির প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হবে, যে খাঁচার অন্ধকার থেকে মুক্ত হয়ে আবার খুঁজে নিতে চায় তার স্বাভাবিক ছন্দ। খোলা আকাশে ডানা মেলে উড়ে যেতে চাওয়ার সেই আকাঙ্ক্ষাই তাদের মূল বার্তা। সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি মানুষের স্বাধীনতা ও স্বপ্নপূরণের প্রতীক হিসেবেই সামনে আসবে।

এই বছর প্রায় ৯ লাখ টাকার বাজেটে পুজো হচ্ছে। থিমে কোনওরকম প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে না। বরং হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যের জিনিস— যেমন কুলো, কলসি, বাঁশের বিভিন্ন শিল্পকর্ম— দিয়েই তৈরি হচ্ছে সাজসজ্জা। এতে যেমন পরিবেশবান্ধব দিক রক্ষা পাচ্ছে, তেমনই মানুষের কাছে ফিরে আসছে গ্রামীণ সংস্কৃতির স্মৃতি।

 

থিম শিল্পী বিদ্যুৎ নায়েক বলছেন—

ছোট থেকে এই কাজ করছি। এ বছর একটু অন্যরকম চেষ্টা করেছি। আশা করি মানুষের ভালো লাগবে।

 

ক্লাবের সম্পাদক সজল কর্মকারের কথায়— আমাদের লক্ষ্য প্রতিবছর সাধারণ মানুষের কাছে নতুন বার্তা পৌঁছে দেওয়া। এবছর আমরা দেখাতে চাইছি, পাখিদের খাঁচায় বন্দি না করে প্রকৃতির আকাশে ছেড়ে দেওয়ার শিক্ষা।

 

শহরের অন্যতম এই পুজোমণ্ডপ দেখতে পঞ্চমী থেকেই ভিড় জমবে বলে আশা করছেন উদ্যোক্তারা। শেষ লগ্নে চলছে মণ্ডপ সাজানোর ব্যস্ততা। থিম হোক আধুনিক বা ঐতিহ্যঘেরা, শোলার সাজ বা রঙিন আলো— সব মিলিয়ে শারদীয়ার উৎসবে এ বছরও দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দির হয়ে উঠতে চলেছে দর্শনার্থীদের বড় আকর্ষণ।

Loading

Leave a Reply