জেলা রাজ্য

ট্রেলারের ধাক্কায় মেলায় ঢুকে পড়ল ট্রাভেলার, মৃত ২, আহত পুলিশকর্মীসহ বহু

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর

পাঁশকুড়ার মেচগ্রাম মোড়ের অদূরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আয়োজিত মেলায় রবিবার গভীর রাতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই মেলায় উপচে পড়া ভিড় ছিল। রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতাগামী একটি ট্রাভেলার গাড়ির পেছনে দ্রুতগতির একটি ট্রেলার সজোরে ধাক্কা মারে। ফলে ট্রাভেলারটি উল্টে গিয়ে মেলার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চাপা পড়ে মৃত্যু হয় দু’জনের। মৃতদের মধ্যে একজন মেলা কমিটির সম্পাদক বিজয় বেরা। অপরজন হাওড়ার শ্যামপুরের বাসিন্দা রিয়া জানা (৩০), যিনি মেলা দেখতে এসেছিলেন।

আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের তমলুক মেডিক্যাল কলেজ ও কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এক জনকে ভর্তি করা হয়েছে পীতপুর হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় কর্তব্যরত নন্দকুমার ট্র্যাফিক পুলিশের এএসআই বিজয় মণ্ডলও আহত হয়েছেন। মেলার নিরাপত্তার জন্য তিনি সেখানে ডিউটিতে ছিলেন।

ওঘটনার পরই পাঁশকুড়া থানা ও ট্র্যাফিক পুলিশ দুটি গাড়ি আটক করেছে। তবে ঘাতক ট্রেলারের চালক পলাতক। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Loading

Leave a Reply