জেলা

তারাপীঠে এবার থেকে ‘নো অনলাইন পেমেন্ট’! কেন এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের?

নিজস্ব প্রতিনিধি, বীরভূম:

তারাপীঠে আর অনলাইন লেনদেন নয়। সাইবার প্রতারণার জালে একের পর এক ব্যবসায়ী জড়িয়ে পড়ায় বড় সিদ্ধান্ত নিলেন স্থানীয় ব্যবসায়ীরা। ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ বন্ধ করে দিলেন তাঁরা।

জানা গিয়েছে, প্রতারণার টাকা অ্যাকাউন্টে ঢুকলেই ব্যাংক তা ফ্রিজ করে দিচ্ছে। এতে চরম সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। প্রায় ৩০০ জন ইতিমধ্যেই এই সাইবার ফাঁদের শিকার হয়েছেন। অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতারকরা তারাপীঠে আসছেন। প্রতারণার টাকা দিয়ে তারা ইউপিআইয়ের মাধ্যমে দোকান থেকে পণ্য কিনছেন। ফলে কারও কারও কারেন্ট অ্যাকাউন্ট আংশিকভাবে, আবার কারও সেভিংস অ্যাকাউন্ট পুরোপুরি ফ্রিজ হয়ে যাচ্ছে।

এর জেরে হোটেল ব্যবসায়ী থেকে মুদিখানা, মাংস, সবজি কিংবা মদের দোকান—সবাই একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন নগদ ও ক্রেডিট কার্ডেই লেনদেন করবেন। আর কোনোভাবেই গ্রহণ করা হবে না UPI।

স্থানীয় ব্যবসায়ী নন্দেশ্বর মণ্ডল জানিয়েছেন, “সাত-আটটি রাজ্য থেকে আমার নামে সাইবার মামলা শুরু হয়েছে। নির্দোষ হয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই বাধ্য হয়েই আমরা ডিজিটাল লেনদেন বন্ধ করেছি।”

সাইবার অপরাধে ক্ষুব্ধ গোটা দেশের মানুষ। এবার তারাপীঠ ব্যবসায়ীদের এই পদক্ষেপে নতুন করে আলোচনায় এল অনলাইন লেনদেনের নিরাপত্তা ব্যবস্থা।

Loading

Leave a Reply