বিনোদন

পুজোর আগেই রোদে পোড়া ট্যান থেকে মুক্তি

পুজোর আগে রোদে পোড়া ট্যান সহজেই তুলে ফেলুন ঘরোয়া উপায়ে। রূপচর্চায় মধু ব্যবহার অনস্বীকার্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে, এটি ত্বককে উজ্জ্বল করতে, ব্রণ ও পুরোনো কালচে ভাব দূর করতে, এবং বার্ধক্য রোধ করতে সাহায্য করে। মধু একটি অ্যান্টিসেপটিক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য ধারণ করে। ফেসপ্যাক তৈরি করে, বা অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে মধু ব্যবহার করা যেতে পারে, যেমন: লেবু, হলুদ, বা নিম পাতা।

মধু ত্বকে প্রাকৃতিক আভা ফিরিয়ে আনে এবং রোদে পড়া ট্যান দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা ফেরায়।

মধুর অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণের জীবাণু ধ্বংস করে এবং লোমকূপ পরিষ্কার করে।

মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার, যা ত্বককে নরম ও মসৃণ রাখে এবং গভীর থেকে পুষ্টি জোগায়।

মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন উৎপাদন বাড়িয়ে ফ্রি র‌্যাডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে, ফলে বলিরেখা ও বার্ধক্যের লক্ষণ কমে আসে।

কীভাবে ব্যবহার করবেন:

ফেসপ্যাক হিসেবে মধুর সাথে হলুদ, লেবু বা নিম পাতা মিশিয়ে ব্যবহার করতে পারেন।এতে ট্যান রিমুভ হয়।

ব্রণ ও কালো মেচেতার দাগ দূর করতে মধু ও চন্দন বাটার সাথে মিশিয়ে ব্রণের স্থানে লাগালে উপকার পাওয়া যায়।

এমনকি মধু হেয়ার প্যাকে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া রোধ হয় এবং চুলে জৌলুস আসে।

Loading

Leave a Reply