বিনোদন

পুজোর আগে নারকেলের দুধই জাদু দেখাবে

পূজোর সময় নিজেকে নতুন রূপে দেখতে কর না ভালো লাগে, আর মাত্র ১৫ দিনের মধ্যেই নিজের চুলকে সতেজ ও সুন্দর করে তুলুন। কয়েকটি ছোট্টো টিপসে।

উপকরণ সংগ্রহ করুন: নারকেল দুধ, মধু, অ্যালোভেরা জেল, পটি লেবু, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ এবং ক্যাস্টর বা অলিভ অয়েলের মতো ময়েশ্চারাইজিং তেল লাগবে।

ভিটামিন যোগ করুন: অতিরিক্ত পুষ্টির জন্য ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে পারেন।

মিশ্রণ তৈরি করুন: প্রথমে অল্প কনফ্লাওয়ার নারকেলের দুধে মিশিয়ে গ্যাসে দিয়ে তা নাড়তে থাকুন অনবরত, একটু ঘনত্ব বাড়লে বাকি উপাদানগুলো একসাথে মিশিয়ে একটি পুষ্টিকর হেয়ার মাস্ক তৈরি করুন।

প্রয়োগ করুন: চুল এবং মাথার ত্বকে মিশ্রণটি প্রয়োগ করুন গভীর কন্ডিশনিং এবং পুষ্টির জন্য। পুজোর আগে আপনার চুলে মাত্র দুদিন লাগান এর উপকারিতা নিজেই বুঝতে পারবেন।

Loading

Leave a Reply