খানাকুল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যোগ প্রশিক্ষণ কর্মশালা
খানাকুল পশ্চিম চক্রের উত্তর ঘোষপুরে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আজ অনুষ্ঠিত হলো একটি যোগ প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় ছাত্রছাত্রীদের কাছে যোগের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরা হয়। পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য, সুস্থ ও সুন্দর শরীর গড়ে তুলতে যোগ কতটা সহায়ক তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন খানাকুল ১ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দিলীপ মণ্ডল, বিদ্যালয়ের সভাপতি রফিক গায়েন, আরামবাগ বিবেকানন্দ যোগা ইনস্টিটিউটের যোগ বিশেষজ্ঞ এবং রাজ্য যোগা বিচারক দিবাকর চন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা যোগাসন প্রদর্শন করেন। অভিভাবকদের উৎসাহও চোখে পড়ার মতো ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব প্রসাদ বেতাল বলেন, “শিক্ষা মানে শুধুমাত্র বই পড়া নয়, সুস্থ শরীর ও সুন্দর মানসিক গঠনও গুরুত্বপূর্ণ। যোগ ব্যায়াম শিশুদের মনোযোগ বাড়াতে, আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং মোবাইলে অতিরিক্ত সময় কাটানো থেকে বিরত রাখতে সাহায্য করে। এই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ।”
![]()

